ধর্ম

ওমরাহ ভিসায় নতুন নিয়ম, মানতে হবে যে ১০ বিষয়

ফাইল ছবি: সংগৃহীত

ওমরাহ পালন মুসলিমদের জন্য বরাবরই স্বপ্নের সফর। তবে ভিসা, হোটেল বুকিং ও পরিবহন ব্যবস্থাপনায় জটিলতা অনেক সময় যাত্রীদের ভোগান্তিতে ফেলে। এবার এসব জটিলতা দূর করতে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব সরকার, যা ভ্রমণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করবে।

শুক্রবার (৩ অক্টোবর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, এখন থেকে ওমরাহ সংক্রান্ত সব প্রক্রিয়া সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। এতে হোটেল, পরিবহন, ভিসা—সব কিছুতে নির্দিষ্ট নিয়ম মানা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়মগুলো হলো:

১. ভিসার সময় হোটেল বুকিং বাধ্যতামূলক
ভিসা আবেদন করার সময়ই অনুমোদিত হোটেল মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে বুক করতে হবে।

২. আত্মীয়ের বাসায় থাকলে সৌদি আইডি আবশ্যক
পরিবার বা আত্মীয়ের বাসায় থাকলে হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে সংযুক্ত করতে হবে। সফর পরিবর্তন হলে তা সিস্টেমে হালনাগাদ করতে হবে।

৩. পর্যটক ভিসায় ওমরাহ পালন নিষিদ্ধ
পর্যটক ভিসায় ওমরাহ পালন আর সম্ভব নয়। নিয়ম ভাঙলে মক্কা ও মদিনার প্রবেশে বাধা দেওয়া হবে।

৪. ওমরাহ ভিসা বাধ্যতামূলক
সব ওমরাহযাত্রীকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে নির্দিষ্ট ওমরাহ ভিসার জন্য আবেদন করতে হবে, ই-ভিসা বা অনুমোদিত অপারেটরের মাধ্যমে।

৫. কঠোর ভ্রমণসূচি নিয়ম
ভিসার সঙ্গে নির্ধারিত সফরসূচি জমা দিতে হবে, যা পরে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। সময় অতিক্রম করলে জরিমানা গুনতে হবে।

৬. কিছু দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও শেনজেন ভিসাধারীরা শর্তসাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা পাবেন, যদি তারা আগে এসব দেশে অন্তত একবার ভ্রমণ করে থাকেন।

৭. বিমানবন্দরে বুকিং যাচাই
আগমনের পর কর্তৃপক্ষ নুসুক বা মাসার সিস্টেমে থাকা হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবে। অনিয়ম ধরা পড়লে জরিমানা বা যাত্রা স্থগিত হতে পারে।

৮. অনুমোদিত পরিবহন ব্যবহার বাধ্যতামূলক
শুধুমাত্র নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করা যাবে। পথচারী ট্যাক্সি বা অননুমোদিত গাড়ি নিষিদ্ধ।

৯. হারামাইন ট্রেনের সময়সীমা
হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর আর চলবে না। তাই ওই সময়ের পর আসলে আগে থেকেই বিকল্প অনুমোদিত পরিবহন বুক করতে হবে।

১০. নিয়ম ভাঙলে কঠোর জরিমানা
যে কোনো নিয়ম লঙ্ঘনের জন্য যাত্রী ও এজেন্ট উভয়ের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপ করা হবে।

সৌদি কর্তৃপক্ষের মতে, এসব নিয়ম বাস্তবায়নের মাধ্যমে ভ্রমণ প্রক্রিয়া হবে আরও নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button