শেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় পাঁচ মণ ওজনের মূর্তি উদ্ধার, আটক ২

উদ্ধার করা ৫ মণ ওজনের পাথরের মূর্তি।

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে প্রায় পাঁচ মণ ওজনের পাথরের প্রাচীন মূর্তি বিক্রির সময় দুজনকে আটক করেছে র‌্যাব–১২। এ সময় মূর্তিটি উদ্ধার করা হয়। রোববার উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমন এলাকায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব–১২ বগুড়া ক্যাম্প।

র‌্যাব–১২- বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


র‌্যাব জানায়, দক্ষিণ আমন এলাকার সোনালী পুকুর থেকে প্রাচীন একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি কষ্টিপাথরের মূর্তি। এ ঘটনায় পুকুরের লিজগ্রহীতা আবুল বাশার রুবেল এবং মূর্তি বিক্রিতে সহায়তাকারী আল আমিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, উদ্ধারকৃত মূর্তির ওজন প্রায় ১৯০ কেজি। আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button