
মোমেনা বেগম। ছবি: সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জে মোমেনা বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হুদুবালা গ্রামের প্রবাসী রানা মিয়ার স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মোমেনা। তারা আরও জানান, তিনি মানসিক রোগে ভুগছিলেন।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।