
পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি মুশফিকুর রহিমকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই সিদ্ধান্তের ব্যাখ্যায় জানান, সামনে চারটি টেস্ট থাকায় বিশ্রাম দেয়া হয়েছে মি. ডিপেন্ডেবলকে।
কিন্তু মুশফিক দেশের মিডিয়ার সামনে ক্ষোভ প্রকাশ করে দাবি তোলেন তাকে বাদই দেয়া হয়েছে!
ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকদের যোগাযোগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মনে করছে, যার মাধ্যমে আচরণবিধি ভেঙেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। যে কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
শুনানিতেও অংশ নিতে হবে মুশফিককে। বিসিবির নির্বাচক প্যানেল সূত্রের বরাত দিয়ে মিলছে এমন খবর।
টি-টুয়েন্টি বিশ্বকাপে ভালো করতে না পারায় পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে বাদ দেয়া হয়েছে লিটন দাস ও সৌম্য সরকারকে। মুশফিক নিজেও মনে করেন তাকে বাদই দেয়া হয়েছে, বিশ্রাম নয়।