ক্রিকেটখেলাধুলা

আঙুলের চোটে ম্যাচে নেই মুশফিক

ডান হাতের বৃদ্ধাঙ্গুলির চোটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে থাকছেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

বৃহস্পতিবারের ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশ দলকে।

ম্যাচ শুরুর ঘণ্টাদুয়েক আগে দেয়া এক বিবৃতিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ।

বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার পুনরায় পর্যবেক্ষণ করা মুশফিককে। এরপর শনিবারের ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

বুধবার সকালে দলের অনুশীলনে নেটে ব্যাটিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। পরে এক্স-রে’তে খারাপ কিছু ধরা পড়েনি বলা জানিয়েছেন ফিজিও বায়েজিদ ইসলাম।

মুশফিকের চোটের কথা মাথায় রেখেই বুধবার রাতে শেষ মুহূর্তে টি-টোয়েন্টি স্কোয়াডে নেয়া হয়েছে আরেক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button