জাতীয়
হযরত শাহ জালাল ও শাহ পরাণ এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখার পর সিলেটে হযরত শাহ জালাল (রঃ) ও হযরত শাহ পরাণ (রঃ) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ জুন) সকালে হেলিকপ্টারে করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা এলাকার বন্যা পরিস্থিতি দেখেন তিনি।
এরপর বিকালে বিভাগীয় শহর সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।
পরে হযরত শাহ পরান (রঃ) এর মাজার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানেও তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।