বিএনপিরাজনীতি
প্রধান খবর

বগুড়াসহ ৩ বিভাগীয় শহরে বিএনপির স্বাধীনতা কনসার্ট

‘সবার আগে বাংলাদেশ‘ এর আয়োজনে ঢাকাসহ দেশের ৩টি বিভাগীয় শহরে ১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠান পালন করবে বিএনপি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব এবং সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিষটি নিশ্চিত করেন।

তিনি জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হচ্ছে। রমজানের কারণে ঈদের পরে কনসার্ট অনুষ্ঠিত হবে।

শহীদ উদ্দিন চৌধুরী আরও জানান, ‘দেশব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য দেশের কৃষ্টি ও সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি সংগীতের আগ্রাসন রুখে দিয়ে দেশীয় সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা।’দেশের ৪টি মহানগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় একই দিনে বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট।

ঢাকার কনসার্টটি আয়োজন করা হবে মানিক মিয়া এভিনিউতে, চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনায় স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। তবে বগুড়ার ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, রাজধানী ঢাকায় সংগীত পরিবেশন করবেন জেমস, ফিডব‍্যাক, শিরোনামহীন, প্রীতম, জেফার, মিলা, মিফতাহ জামান।

চট্টগ্রামে মাইলস, সাবকনশিয়াস বে অব বেঙ্গল, মিথুন বাবু।

বগুড়ায় আর্টসেল, বেবি নাজনীন।

খুলনায় ওয়ারফেইজ, কার্নিভেল, বাংলা ৫, কুঁড়েঘর, বালাম, তাহসান, কনা, নাসির, লিজা এবং পলাশ। এর বাইরে প্রত্যেক এলাকার আঞ্চলিক পরিবেশনা থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button