দুর্ঘটনাবগুড়াশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫


বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে বগুড়া সদরের ফুলবাড়ি, সন্ধ্যায় দশটিকা ও শিবগঞ্জের বিহার ইউনিয়নে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটে। এসময় আরও ৫ জন আহত হয়েছে।


বগুড়া সদর থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বগুড়া সদরের ফুলবাড়ি মহিলা কলেজ এলাকায় রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় চন্দ্রা বেওয়া (৭০) নিহত হয়েছেন। নিহত চন্দ্রা বেওয়া ফুলবাড়ি দক্ষিণপাড়ার শোলাগাড়ি এলাকার মৃত ছফের আলী মোল্লার স্ত্রী।


এদিকে সদর উপজেলার দশটিকা এলাকায় বগুড়া নামুজা সড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক শাহাদত হোসেন (৩৫) নিহত হয়েছে। এসময় সিএনজিতে থাকা অপর চারজন যাত্রী আহত হয়েছেন। নিহত সিএনজি চালক শাহাদত হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার আলীগ্রাম এলাকার ছয়ফল আলীর ছেলে। আহতরা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


মঙ্গলবার রাতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এবং ঘাতক ট্রাকের (ঢাকা মেট্রো ট – ১৪- ৮০৫৯) ড্রাইভার হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


অপরদিকে রাত ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়নের সিঙ্গারগাড়ি মোড়ে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারাজ উদ্দিন নামে অটোভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক তোহাব হোসেন (তোহা) কে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান বলেন, সন্ধ্যার দিকে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোচালক ফারাজ উদ্দিন নিহত হয়েছে। আহত তোহাকে দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button