সারাদেশ

চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত ৪

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে (শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে) থেকে ছিটকে পড়ে নিচে পড়া একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. শফিক নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে একজন তরুণীও রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে নিমতলা মোড়ের বন্দর থানার সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, পতেঙ্গা দিক থেকে লালখানবাজারমুখী একটি টয়োটা হ্যারিয়ার দ্রুতগতিতে এক্সপ্রেসওয়ে অতিক্রম করছিল। নিমতলা মোড়ের কাছে গাড়িটি রেলিং ভেঙে নিচে সড়কে পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় পথচারী শফিককে (৫৫) আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে বারিক বিল্ডিং মোড়ের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গাড়িটি ফ্লাইওভারে বেপরোয়া গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দেয়াল ভেঙে নিচে পড়ে যায়।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, মোট পাঁচজন গুরুতর আহত হওয়ায় দুইটি হাসপাতালে পাঠানো হয় এবং তাদের মধ্যে শফিক মারা যান। নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুর রহমান বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে। এদিকে দুর্ঘটনার পর রাস্তায় যানজট তৈরি হয়, তবে গাড়িটি সরিয়ে স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনতে কাজ চলছে।

তথ্যসূত্র: সমকাল

এই বিভাগের অন্য খবর

Back to top button