সারাদেশ
ভূমিকম্পে রাজধানীর আরমানিটোলায় ভবন ধস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে রাজধানীর আরমানীটোলায় একটি ভবন ধসে পড়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। কন্ট্রোল রুম জানায়, ভূমিকম্পের পর একাধিক কল পায় তারা, যার মধ্যে ভবন ধসের ঘটনাটি সবচেয়ে গুরুতর। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঢাকার বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী।
এই ভূমিকম্প ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের অঞ্চলেও অনুভূত হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
তথ্যসূত্র: বার্তা বাজার



