প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তর এবং ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এআরসি স্পোর্টিং ক্লাব এবং জেলার ক্রীড়ামোদী ব্যক্তিরা।

৩রা মার্চ (শুক্রবার) বিকালে স্টেডিয়ামের মূল ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। আবু হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া ক্রিকেটার্স অ‌্যা‌সো‌সি‌য়েশ‌নের সভাপতি আতিকুর রহমান মে‌হেদী, জেলা আম্পায়ার অ‌্যা‌সো‌সি‌য়েশ‌নের সহ-সভাপ‌তি জা‌হিদ ইকবা‌ল জিতু, ‌এআর‌সি স্পো‌র্টিং ক্লা‌বের সভাপ‌তি মো. রা‌শেদুজ্জামান পিয়াস, সাধারণ সম্পাদক নূর আলম, ক্লাবের টিম ম‌্যা‌নেজার রা‌কিবুজ্জামান উৎসবসহ আরো অনেকে। মানববন্ধনে অংশ নেয় এলাকার নারী-পুরুষ এবং সব বয়সের ক্রীড়াপ্রেমী মানুষ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, শহীদ চাঁন্দু স্টেডিয়াম ছিল উত্তরাঞ্চলের গর্ব। ক্রিকেটের নক্ষত্র তৈরির মাঠ কিন্তু বিসিবির এই ভুল সিদ্ধান্তে সব ভেস্তে যেতে বসেছে। বিসিবির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে বক্তারা বলেন, বিসিবির এমন আচরণে আমরা খুবই কষ্ট পেয়েছি। শুধু মুশফিকুর রহিম বা শরিফুল ইসলাম নয় অনূর্ধ্ব ১৯ দলের তামিম, তৌহিদ হৃদয়ই নয় বরং খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতু মনিসহ আরো অনেক নারী ক্রিকেটার তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে স্টেডিয়াম এবং কোচসহ স্টাফরা । বিসিবি চলে গেলে বগুড়া তথা উত্তরাঞ্চলের নতুন প্রজন্মের বড় ধরণের ক্ষতি হবে বলে জানান তারা। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই প্রেস বিফ্রিং করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button