বিশ্ববিদ্যালয়শিক্ষা

বুয়েটের ভর্তি আবেদন শুরু ১৬ নভেম্বর, পরীক্ষা ১০ জানুয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি। শনিবার (২৫ অক্টোবর) ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল। তিনি জানান, এবার দুই ধাপে নয়, এক ধাপেই পরীক্ষা অনুষ্ঠিত হবে—অর্থাৎ শুধুমাত্র লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার অন্যান্য নিয়ম আগের মতোই অপরিবর্তিত থাকবে।

ফলাফল খারাপ হওয়ায় জিপিএ শর্ত শিথিল করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফলাফল খারাপ হয়নি, বরং এবার প্রকৃত রেজাল্ট হয়েছে। যারা প্রকৃত মেধাবী, তারাই জিপিএ-৫ পেয়েছেন। তাই আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই পদার্থ, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকতে হবে।”

জানা গেছে, বুয়েট প্রশাসন ভর্তি প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন করে। প্রথম ধাপে ভর্তি কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়, আর দ্বিতীয় ধাপে ভর্তি সংক্রান্ত পুরো প্রক্রিয়া পরিচালনা করে কমিটি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মিটিংয়ে প্রস্তাবিত তারিখ নির্ধারণ করা হয়, যা পরে অ্যাকাডেমিক কাউন্সিলে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কাউন্সিল চাইলে প্রস্তাবিত তারিখ অনুমোদন করতে পারে বা নতুন তারিখ নির্ধারণ করতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button