
দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৮০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৮৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৫১৮ জন ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৭ জন, বরিশালে ১১২ জন, চট্টগ্রামে ৯৭ জন, খুলনা ও ময়মনসিংহে ৪৯ জন করে, রাজশাহীতে ৩৭ জন, রংপুরে ১৭ জন এবং সিলেটে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে মোট ৬৩ হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সতর্কতা: ডেঙ্গুর ঝুঁকি রয়ে গেছে। আশপাশে জমে থাকা পানি ফেলে দিন, ঘরবাড়ি পরিষ্কার রাখুন। জ্বর বা শরীরে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন। মশার জন্মস্থান ধ্বংসই ডেঙ্গু প্রতিরোধের মূল উপায়।



