ট্রাম্পের নৈশভোজে রোনালদো, ইলন মাস্ক ও সৌদি যুবরাজ

হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেন ইলন মাস্ক, ক্রিস্টিয়ানো রোনালদোসহ বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তেজনা কমিয়ে এটিই মাস্কের জনসম্মুখে দ্বিতীয় বড় উপস্থিতি।
বিশ্লেষকদের মতে, মাস্কের উপস্থিতি তাদের অস্থির সম্পর্কের সমাধান ও নতুন সমঝোতার ইঙ্গিত দিচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর মাস্ক প্রশাসনের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে উঠে আসেন। তিনি ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’–র নেতৃত্ব পেয়ে ফেডারেল সরকারের ব্যয় সংকোচনের দায়িত্বও পান।
তবে অল্প সময়ের মধ্যেই সম্পর্কের অবনতি ঘটে। ট্রাম্পের কর–ব্যয় বিলকে ‘অর্থনৈতিকভাবে বেপরোয়া’ বলে সমালোচনা করেন মাস্ক এবং নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন। পাল্টা হিসেবে ট্রাম্প মাস্কের কোম্পানিগুলোর বিলিয়ন ডলারের সরকারি ভর্তুকি বন্ধের হুমকি দেন। বিশ্লেষকদের দাবি— এই বিরোধ ও মাস্কের রাজনৈতিক অবস্থান টেসলার ব্র্যান্ড ইমেজ, বিক্রি ও শেয়ারদরে নেতিবাচক প্রভাব ফেলেছে। এরপর থেকে দু’জনকে একসঙ্গে খুব কমই দেখা যায়।
ইতোমধ্যে বৈশ্বিক ভাবমূর্তি শক্তিশালী করা এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক গভীর করতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন সৌদি যুবরাজ। নৈশভোজে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এবং পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও উপস্থিত ছিলেন।



