ভূমিকম্পে বাড়ছে আতঙ্ক: কী করবেন, কী করবেন না

নরসিংদীর ভূমিকম্পের দুঃশ্চিন্তা কাটার আগেই শনিবার সকালে গাজীপুরের বাইপাইলে আবারও মৃদু কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক এসব ছোট কম্পন বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, দেশে যেকোনো সময় ৭ বা তার বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। এজন্য জনসাধারণকে এখনই প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
হঠাৎ ভূমিকম্প হলে করণীয়
• কম্পন অনুভূত হলে দ্রুত খোলা জায়গায় আশ্রয় নিন। নিচতলা বা দ্বিতীয় তলায় থাকলে দরজা খুলে রেখে ১৫–২০ সেকেন্ডের মধ্যে সিঁড়ি দিয়ে বাইরে চলে যান। তবে ভবনের একেবারে পাশে দাঁড়াবেন না—অন্তত ১০০ ফুট দূরে সরে যান।
• উঁচু ভবনে থাকলে বের হতে না পারলে মজবুত খাম্বা, খাট বা টেবিলের নিচে আশ্রয় নিন। আশ্রয় না পেলে দেয়ালের কোণে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন।
• মন স্থির রাখুন এবং গ্যাস–বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে থাকুন।
• গাড়িতে থাকলে ফাঁকা স্থানে থামুন এবং গাড়ির ভেতরেই থাকুন।
• ফায়ার সার্ভিসসহ জরুরি নম্বরগুলো ফোনে সেভ করে রাখুন।
• ভূমিকম্পের পর কয়েক ঘণ্টা আফটারশকের ঝুঁকি থাকে, তাই সতর্ক থাকুন ও নিরাপদ স্থানে অবস্থান করুন।
যা করা যাবে না
• ভবন থেকে লাফ দেবেন না।
• লিফট ব্যবহার করবেন না।
• অযথা তাড়াহুড়া করবেন না।
• বারান্দায় দাঁড়াবেন না—রেলিং ভেঙে পড়তে পারে।
ধ্বংসস্তূপে আটকে পড়লে
• শরীরের কোনো অংশ চাপা পড়ে থাকলে ধীরে নড়ুন; জোর করে বের হওয়ার চেষ্টা করবেন না।
• ম্যাচ বা আগুন জ্বালাবেন না—গ্যাস লিক থাকতে পারে।
• চিৎকার নয়; এতে ধুলাবালি শ্বাসনালীতে ঢুকে বিপদ বাড়ায়। বরং দেয়ালে বা পাইপে শব্দ করুন, অথবা শিস বাজিয়ে সংকেত দিন।
• মোবাইল থাকলে টর্চ জ্বালিয়ে রাখুন।



