
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ২০২৬ সালে সরকারি ছুটি থাকবে মোট ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি- শুক্রবার ও শনিবারে।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান প্রেস সচিব। তিনি বলেন, অনুমোদিত তালিকা অনুযায়ী ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে আগের মতোই ছুটি বহাল থাকবে।
প্রতি বছরের মতো এবারও প্রশাসনিক মন্ত্রণালয় শিগগিরই বিস্তারিত ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে।



