গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

মানুষ, পুলিশ সদস্য ও যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপ করলে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রোববার সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি কমিশনার জানান, যারা ককটেল হামলা করবে বা যানবাহনে আগুন দেবে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ কার্যকর করা হবে।
এর আগে পাঁচ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারও বেতারে কর্মকর্তাদের অনুরূপ নির্দেশ দেন, যা পরে দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। আজ বিকেলেও ডিএমপির বেতার বার্তায় একই নির্দেশনা দেওয়া হয়েছে বলে অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা জানান। তাঁদের ভাষ্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা বা অগ্নিসংযোগ ঠেকাতে প্রয়োজন হলে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচির পর ১০ নভেম্বর থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে বাস–ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায়ও গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে।
তথ্যসূত্র: প্রথম আলো



