জাতীয়

অবশেষে জানা গেল শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার কারণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সংঘটিত অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তিনি প্রতিবেদনটি হাতে নেন।

প্রেসসচিব শফিকুল আলম জানান, প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কার্গো কমপ্লেক্সে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। প্রায় ১৭ ঘণ্টা জ্বলতে থাকা এ আগুনে পুড়ে যায় আমদানি করা মালামালের বড় অংশ।

তথ্যসূত্র: বিডি ২৪ লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button