
ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সোমবার (২২ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেয়। দূতাবাস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। বিশেষ করে, পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাসহ দলটির বহু নেতা এবং কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাকে ভারত আশ্রয় দেওয়ায় ক্ষোভ তৈরি হয় বাংলাদেশে। গত দেড় দশক ধরে ভারত ফ্যাসিস্ট সরকারকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে- এমন অভিযোগও রয়েছে।
এরই মধ্যে গত ১২ ডিসেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার গুলিতে গুরুতর আহত হন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর তিনি শহীদ হন। এ ঘটনার পর সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভের অংশ হিসেবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনেও প্রতিবাদ জানানো হয়। ধারণা করা হচ্ছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও তার সহযোগীরা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে।
এই ঘটনার জেরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনেও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উগ্রবাদীরা হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে পড়ে এবং বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠে।
এ পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও তলব করে ভারত সরকার।
চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেয়।
তথ্যসূত্রঃ আমার দেশ



