রাজনীতি

গ্রহণযোগ্য নির্বাচন না হলে দায় ড. ইউনূস সরকারের: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সতর্ক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ড. ইউনূস, আপনি জনগণের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। যতটুকু সংস্কার প্রয়োজন, তা করে নির্বাচন দিন। গ্রহণযোগ্য নির্বাচনে যে সংসদ গঠিত হবে, সেই সংসদই বাকি সংস্কার সম্পন্ন করবে। এর বাইরে কোনো ব্যত্যয় ঘটলে তার দায় নিতে হবে ড. ইউনূসের সরকারকেই।”

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, “গতকাল (মঙ্গলবার) জুলাই সনদ বাস্তবায়নের উপায়-সংক্রান্ত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। অবাক হয়ে দেখলাম, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার যে প্রতিশ্রুতি সনদে ছিল, তা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এসব দ্রুত সংশোধন করা প্রয়োজন।”

মির্জা ফখরুল আরও বলেন, “গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ গঠিত হলে সংস্কারের প্রস্তাবগুলো সেখানেই বাস্তবায়িত হবে।”

তিনি অভিযোগ করেন, নির্বাচন বিলম্বিত হওয়ার ফলে দেশে ফ্যাসিবাদ আরও শক্তিশালী হচ্ছে। “যারা অ্যানার্কি (নৈরাজ্য) দেখতে চায়, তারাই নির্বাচন পেছানোর পক্ষে কথা বলছে,” বলেন বিএনপির মহাসচিব।

তথ্যসূত্র: সমকাল

এই বিভাগের অন্য খবর

Back to top button