বিএনপিরাজনীতি
প্রধান খবর

বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে লড়বেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন। মির্জা ফখরুল জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর নাম পরে জানানো হবে। পাশাপাশি কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। নির্বাচনের প্রার্থী চূড়ান্তকরণ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার কৌশল নির্ধারণে এই বৈঠক হয়।

উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button