
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেস্টে হওয়া ইনফেকশন হার্ট ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। রোববার রাতের ব্রিফিংয়ে তিনি জানান, পরিস্থিতি জটিল হওয়ায় আগামী ১২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
ডা. সিদ্দিকীর ভাষায়, চেস্ট ইনফেকশন এখন হার্ট ও লাংসকে প্রভাবিত করছে, তাই চিকিৎসায় বোর্ড সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া কতদিন হাসপাতালে থাকতে হবে, তা এখনই নির্ধারণ করা যাচ্ছে না। অবস্থার উন্নতি বা অবনতি—সবকিছুই চিকিৎসকদের পর্যবেক্ষণের ওপর নির্ভর করছে। দেশবাসীর কাছে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান।
রোববার সন্ধ্যায় ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে ভর্তি করা হয়েছে। এর আগে গত ১৫ অক্টোবরও তিনি একদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করিয়েছিলেন।



