
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে নিখোঁজের দুই দিন পর নুরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক বৃদ্ধের লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীর থেকে ডান চোখ উপড়ানো এবং বাম কান কাটা ছিলো।
শনিবার (২২ নভেম্বর) সকালে স্থানীয়দের খবরে পুলিশ উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে।
নিহত নুরুল বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ইয়াসিন তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার ২০ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি নুরুল ইসলাম। পরদিন তার ছেলে ইমদাদুল হক এ বিষয়ে ধুনট থানায় জিডি করেন। পরে শনিবার সকালে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯-এ কল দেয়।
নিহতের স্ত্রী হাসিনা বেগম বলেন, নুরুলের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিলো তার ভাই ভাতিজাদের। এ নিয়ে মামলাও চলছিলো। গত বৃহস্পতিবার এলাকায় পুলিশ এলে নুরুল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পালিয়ে যায়। এরপর থেকেই নুরুল নিখোঁজ ছিল। আজ তার লাশ পাওয়া।এই জমির বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করতে প্রথমে ঘটনাস্থলে ধুনট থানা পুলিশ যায়। কিন্তু ঘটনাস্থলের সীমানা শেরপুর এলাকা র মধ্যে। এ জন্য শেরপুর থানা পুলিশকে বুঝিয়ে দেয়া হয় বলে জানিয়েছেন ধুনট থানার ওসি সাইদুল আলম।
ঘটনাটি নিশ্চিত করে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে। নুরুল ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



