আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক ব্যর্থতা দিবস

আজ ১৩ অক্টোবর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক ব্যর্থতা দিবস’ (International Day for Failure)। সাফল্যের গল্প আমরা প্রায়ই শুনি, কিন্তু ব্যর্থতার গল্পগুলো বেশিরভাগ সময়ই রয়ে যায় আড়ালে। ব্যর্থতাকে ভয় নয়, বরং শিক্ষার সুযোগ হিসেবে দেখানোর আহ্বান জানাতেই এই দিবসের সূচনা।
২০১০ সালে ফিনল্যান্ডে একদল তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীর হাত ধরে শুরু হয় এই উদ্যোগ। তাদের উদ্দেশ্য ছিল ব্যর্থতাকে ঘিরে থাকা ভয় ও সামাজিক লজ্জা দূর করা এবং মানুষকে নতুন কিছু করার সাহস জোগানো। তাদের বিশ্বাস—যে চেষ্টা করে, সেই-ই শেখে; আর ব্যর্থতাই শেখার প্রথম ধাপ।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হচ্ছে আত্মউন্নয়ন ও মানসিক দৃঢ়তার প্রতীক হিসেবে। বিশেষজ্ঞদের মতে, ব্যর্থতাকে ইতিবাচকভাবে গ্রহণ করার মানসিকতা আত্মবিশ্বাস বাড়ায়, সৃষ্টিশীল চিন্তাকে উজ্জীবিত করে এবং ভবিষ্যতের সাফল্যের ভিত্তি গড়ে তোলে।
এই দিবসের মূল বার্তা একটাই—ব্যর্থতা কোনো পরাজয় নয়; এটি সাফল্যের পথে আরেকটি ধাপ মাত্র



