
নতুন টেলিকম নীতির বাস্তবায়নের কারণে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বেড়ে যাবে। দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম আজ সোমবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৫০০ টাকার সংযোগের ক্ষেত্রে খরচ ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগে খরচ ২০০ টাকা বৃদ্ধি পাবে। তিনি সতর্ক করে বলেন, টেলিকম নীতি সংশোধন না হলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যেতে পারে।
আইএসপিএবি সভাপতি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর কাছে নীতির বিষয়ে হস্তক্ষেপের আহ্বানও জানিয়েছেন।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



