আবহাওয়া
প্রধান খবর

পৌষের বিদায়ে দেশে শৈত্যপ্রবাহের সতর্কতা, ২-৩ দিন তাপমাত্রা কমতে পারে

পঞ্জিকার পাতায় আজ পৌষ মাসের ৩০ তারিখ। পৌষের বিদায়ের সঙ্গে সঙ্গেই দেশজুড়ে শৈত্যপ্রবাহের নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর সঙ্গে ঘন কুয়াশা পড়ারও আশঙ্কা রয়েছে। এই শৈত্যপ্রবাহ আগামী ২ থেকে ৩ দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থা বিশ্লেষণে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা দেশের আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। এই তাপমাত্রা হ্রাসের প্রবণতা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়-৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

বিভাগীয় শহরগুলোর মধ্যে সকালের তাপমাত্রা ছিল-

  • রাজশাহী: ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস
  • রংপুর: ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
  • ময়মনসিংহ: ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
  • সিলেট: ১৪ ডিগ্রি সেলসিয়াস
  • চট্টগ্রাম: ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
  • খুলনা: ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
  • বরিশাল: ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষকে বাড়তি সতর্ক থাকতে হবে। শীতজনিত রোগ থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button