বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার নতুন এসপি শাহাদত হোসেন

বগুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন পিবিআইয়ের শাহাদাত হোসেন। বর্তমান পুলিশ সুপার জেদান আল মুসাকে দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) বদলি ও পদায়ন করেছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকালীন দায়িত্বে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবারই প্রথম ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হলো। লটারির আগে কয়েক দফা যাচাই-বাছাই হয়। যারা আগে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের বাদ দিয়ে পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ২৭তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। সেখান থেকেই ৬৪ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে দায়িত্বে থাকা ৬৪ জেলার এসপিদের মধ্যে ১৫ জনকে সরিয়ে নতুন ১৫ জন নিয়োগ দেওয়া হবে। বাকি ৪৯ জনকে বর্তমান জেলা থেকে অন্য জেলায় বদলি করা হবে। নতুন ও পুরোনো-এই ৬৪ কর্মকর্তাকে নিয়েই লটারি সম্পন্ন হয়েছে।

প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত ম্যানুয়াল লটারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ডিএমপির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লটারির মাধ্যমে ৬৪ জেলায় চূড়ান্ত হওয়া এসপিদের তালিকা:

এই বিভাগের অন্য খবর

Back to top button