বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ধানক্ষেতে পড়ে ছিল ব্যবসায়ীর লাশ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সদরে ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক বেকারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়ায় নিজ বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার লাশ পড়ে ছিল।

দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

জহুরুল ইসলাম কাহালু উপজেলার মোখলেছুর রহমানের ছেলে। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে সদরের নুনগোলা ইউনিয়নে বসবাস করতেন। পরে এখানেই বিয়ে করে স্থায়ী হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ভোরে তার লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়।

পরে খবর দেয় হলে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড । কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button