বগুড়া সদর উপজেলা

বগুড়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হাইয়ার স্টাডিজ অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং শীর্ষক সেমিনার।

বগুড়ায় প্রথমবারের মতো বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে “হাইয়ার স্টাডিজ অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর ২০২৫) দুপুরে কলেজের অডিটরিয়ামে আয়োজিত এ সেমিনারে অংশ নেন তিন শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিব হাসান রক্তিম। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহা. মুস্তাফিজুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়েশনের মহাসচিব রেদওয়ানুল ইসলাম আকিব।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শাহনেয়াজ হোসেন জয়, লেকচারার, ব্র্যাক ইউনিভার্সিটি, ডা. মাহফুজুল হাসান, মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক),ওমর ফারুক শুভ, লেকচারার, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ,কমল আগারওয়ালা, ম্যানেজিং ডিরেক্টর, কমল ট্রেডিং,জাফরি হোসেন, স্বত্বাধিকারী, ট্রাভেল ইউনিভার্স,সাদমান ফাইয়াজ, স্থপতি, ওপেন স্টুডিও সহ আরো অনেকে-

সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. রাকিব হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শোয়াইব হোসেন সাব্বি, নির্বাহী সদস্যবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনা, উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য ফরমের উদ্বোধন করা হয়।

এক শিক্ষার্থী বলেন, প্রাক্তন সিনিয়রদের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগটা ছিল দারুণ। এমন আয়োজন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় অনুপ্রেরণা দেবে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা জানিয়েছেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার উন্নয়নে নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button