বগুড়া সদর উপজেলা
বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

স্বেচ্ছাসেবী সংগঠন পথের দিশা বগুড়ার শতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে অংশ নিতে পেরে পথশিশু জরিপ, সিমান, ভোলা মিয়া ওলি, রেশমা, আলো খাতুনরা আনন্দে আত্মহারা হয়ে উঠে। তারা জানায়, ‘বিশেষ দিবসে এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।’
অনুষ্ঠানের আয়োজক পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি প্রভাষক মহরম আলী জানান, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা ওই স্কুলটি চালু করেছেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ালেখার জন্য শিক্ষা উপকরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। এ কাজে তাদের সাথে মাঝেমধ্যে কিছু জনহিতৈষিরা এগিয়ে আসেন। তবে সমাজের বিত্তবানরা নিয়মিত সহযোগিতা করলে আরো ভালো কিছু করা সম্ভব।’
এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র্যালি বগুড়া জিলা স্কুল মাঠ থেকে বের হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।



