মনোমুগ্ধকর বাইক স্টান্ট দেখলো শহরবাসী

বগুড়ায় ইয়ামাহার আয়োজনে দুই দিনব্যাপী “ফিল দ্য রেভ” উৎসবে মেতে উঠেছিল বাইকার ও দর্শনার্থীরা। রেস ট্র্যাকের মতো সাজানো মাঠে একের পর এক সার্কেল হুইলি, থ্রি সিক্সটি, বার্ণআউট, রোলিং স্টপি ও জিমখানা স্টান্টে মুগ্ধ হয় উপস্থিত সবাই।
বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন ঢাকা, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, নাটোর, পাবনা, জয়পুরহাটসহ দেশের আট জেলার শতাধিক বাইকার। ইয়ামাহার বগুড়া পরিবেশক উত্তরা বাইক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ ইভেন্টে অংশগ্রহণকারীরা জানান, “বাইক শুধু গতি নয়, নিয়ন্ত্রণই আসল দক্ষতা।”
আয়োজনে ছিল জিমখানা ও টেস্ট রাইড সেশন, যেখানে নতুনরা শিখেছেন ব্যালান্সিং, ব্রেকিং ও কর্নারিং কৌশল। ইয়ামাহার সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার কাজী সাঈফ বলেন, “আমরা শুধু বাইক বিক্রি করি না, তৈরি করি নিরাপদ ও দায়িত্বশীল রাইডার।”
উত্তরা বাইক সেন্টারের স্বত্বাধিকারী আবু মোত্তালিব মানিক বলেন, “রোমাঞ্চের পাশাপাশি দায়িত্ববোধই একজন দক্ষ রাইডারের পরিচয়।”
দেশে আসা ইয়ামাহার প্রথম ২৫০ সিসি মোটরসাইকেলও প্রদর্শিত হয় অনুষ্ঠানে। উন্মুক্ত এই আয়োজনে পাঁচ শতাধিক দর্শক অংশ নেন, যা শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।



