
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে।
বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।
সূচি চূড়ান্তে উপদেষ্টা-সচিব বৈঠক
মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র জানায়, এসএসসি পরীক্ষার দিনক্ষণ নিয়ে শিক্ষা বোর্ড একটি প্রাথমিক সূচি তৈরি করলেও শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক না পাওয়ায় তা চূড়ান্ত করা যাচ্ছিল না। পরে বিষয়টি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই পরীক্ষার সূচি চূড়ান্ত করে নোটিশ প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
পরীক্ষার সূচির সঙ্গে পরীক্ষার্থীদের জন্য একাধিক বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো-
- পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে
- প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে
- প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে
- এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না
প্রবেশপত্র ও মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনা
- পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে
- শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রদান করা হবে
- ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাতে হবে
উত্তরপত্র ও পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত বিধি
- পরীক্ষার্থীদের অবশ্যই ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে
- কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না
- সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে
- নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না
- পরীক্ষা শুরুর সাত দিন আগে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে-এ ক্ষেত্রে কোনো জটিলতা হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন
- পরীক্ষার্থীরা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে
তথ্যসূত্র: জনকণ্ঠ



