শিক্ষা
প্রধান খবর

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বোর্ডওয়ারি ফলাফলে দেখা যায়, ঢাকায় পাসের হার ৬৪.৬২ শতাংশ।

অন্যান্য বোর্ডে পাসের হার: রাজশাহী ৫৯.৪০ শতাংশ, চট্টগ্রাম ৫২.৫৭ শতাংশ, দিনাজপুর ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহ ৫১.৫৪ শতাংশ, যশোর ৫০.২০ শতাংশ, সিলেট ৫১.৮৬ শতাংশ, কুমিল্লা ৪৮.৮৬ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৬২.৫৭ শতাংশ।

গত বছর ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। এবার তা প্রায় ১৯ শতাংশ কমেছে। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও কমেছে প্রায় ৭৮ হাজার জন।

তবে পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা। ছেলেদের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন বেশি মেয়ে শিক্ষার্থী পাস করেছে, আর জিপিএ-৫ বেশি পেয়েছে ৪ হাজার ৯৯১ জন।

উল্লেখ্য, এবারের মতো এত কম পাশের হার ছিল ২০০৫ সালে। এরপর থেকেই বেড়েছে পাসের হার।

তথ্যসূত্র: যুগান্তর ও যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button