আসছে মনির খানের নতুন ‘অঞ্জনা’ গান

জনপ্রিয় গায়ক মনির খানের সংগীতজীবনে ‘অঞ্জনা’ নামটি বিশেষ মর্যাদা ধরে রেখেছে। তার প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’-এ থাকা ‘অঞ্জনা’ সিরিজের প্রথম গানটি ১৯৯৬ সালে প্রকাশিত হয়। প্রকাশের পরই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং পরবর্তীকালে এই কাল্পনিক চরিত্রকে কেন্দ্র করে তৈরি হওয়া গানগুলোও নিয়মিতভাবে শ্রোতাদের মন জয় করেছে।
এই ধারাবাহিকতার অংশ হিসেবে আবারও নতুন ‘অঞ্জনা’ গান নিয়ে ফিরছেন মনির খান। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের প্রথম দিনেই গানটি প্রকাশ পাবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) মনির খানের সংগীতজীবনের ২৯ বছর পূর্তি উপলক্ষে গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার নতুন গানটির খবর নিশ্চিত করেন। তিনি জানান, মনির খানের সঙ্গে ইতোমধ্যে গানটি নিয়ে কাজ শুরু হয়েছে।
মনির খান বলেন, “গানটা নিয়ে মিল্টন খন্দকার ভাইয়ের সঙ্গে বসেছি গতকাল। এখনো লাইনআপ পুরো ঠিক হয়নি। সময় হাতে আছে, এর মধ্যেই সব ঠিক করে ফেলব। প্রতি জানুয়ারির শুরুতে ‘অঞ্জনা’ শিরোনামে একটি গান প্রকাশ করব।”
গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে জানুয়ারিতে ‘অঞ্জনা’ সিরিজের গান প্রকাশ করছেন তিনি। শ্রোতাদের অনুরোধে বছরের মাঝামাঝিও এমন একটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
‘অঞ্জনা’ চরিত্র নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা থাকলেও এক সাক্ষাৎকারে মনির খান জানিয়েছিলেন, তার স্কুলজীবনের এক সহপাঠীর নামই ছিল অঞ্জনা। তিনি বলেন, “পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়ত সেভেনে, আমি নাইনে। একসঙ্গে চলাফেরার মধ্য দিয়ে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছিল।”
ব্যক্তিজীবনে মনির খান কিশোরগঞ্জের মেয়ে তাহমিনা আক্তার ইতিকে বিয়ে করেছেন। দুই সন্তান নিয়ে তাদের সুখী পরিবার।


