কাহালু উপজেলা
প্রধান খবর

বগুড়ায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার কাহালু উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বিবিরপুকুর এলাকায় রহিম তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইলিয়াস হোসেন সিফাত (২৫)। তিনি দুপচাঁচিয়া উপজেলার চক সুকানগাড়ি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। পরিবারের একমাত্র ছেলে সিফাত গতকাল রোববারই ওমরা শেষে বগুড়ায় ফিরেছেন।

পুলিশ জানায়, সিফাত মোটরসাইকেলযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বিবিরপুকুর এলাকায় একটি অটোরিকশা তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতা: অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করুন। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। ট্রাফিক আইন মেনে চলুন, জীবন সবার আগে।

এই বিভাগের অন্য খবর

Back to top button