জাতীয়
প্রধান খবর

কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ

কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন থেকে ভিসা ইস্যু কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বুধবার (গতকাল) থেকে এসব ডেপুটি হাইকমিশনে পর্যটক ভিসা ‘সীমিত’ আকারে দেওয়া হচ্ছে বলে আজ বৃহস্পতিবার বিবিসি বাংলা জানিয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শুধু পর্যটক ভিসার ক্ষেত্রেই এই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা ইস্যু কার্যক্রম আগের মতোই চালু রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। ওই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কয়েক দিনের জন্য ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত।

পরবর্তীতে ভিসা সেন্টারগুলো চালু করা হলেও ভারত মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু বন্ধ রাখে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব ধীরে ধীরে ভিসা কার্যক্রমসহ অন্যান্য দ্বিপাক্ষিক ক্ষেত্রেও প্রতিফলিত হচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button