
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য সংক্ষিপ্ত ফরম্যাটের এই আসরে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। একই গ্রুপে আছে দুই সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড, সাথে নেপাল ও ইতালি।
ঘোষিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি লিটন দাসদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, কলকাতার ইডেন গার্ডেনসে। এরপর ৯ ও ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে যথাক্রমে ইতালি ও ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, প্রতিপক্ষ নেপাল।
২০ দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপে চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে অংশগ্রহণকারী দলগুলোকে। একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান, যারা মুখোমুখি হবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয়। এর আগে ৭ ফেব্রুয়ারি পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচটিও কলম্বোতেই। সেদিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুম্বাইয়ে প্রথম ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

গ্রুপ বিন্যাস
এ গ্রুপ— ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র
বি গ্রুপ— শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে
সি গ্রুপ— বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি
ডি গ্রুপ— নিউজিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত



