বিশ্ববিদ্যালয়শিক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, কবে কোন ইউনিটের পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৯ অক্টোবর দুপুর ১২টায় এবং শেষ হবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০৫০ টাকা, যা সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকসহ অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পরিশোধ করা যাবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী—

  • চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অংকন): ২৯ নভেম্বর ২০২৫, শনিবার
  • আইবিএ ইউনিট: ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার (সকাল ১০টা–১২টা)
  • ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার
  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার
  • বিজ্ঞান ইউনিট: ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার

সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে (আইবিএ ব্যতীত)।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: সময়ের আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button