ছাত্র আন্দোলন

জুলাই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল না: আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

রাজধানীর চানখাঁরপুলে ২০২৪ সালের আগস্টে ছয়জনকে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার বিকেল ৩টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এ সাক্ষ্য দেন তিনি। দায়ীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে আসিফ বলেন, “জুলাই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল না, সবার মতামত নেওয়া হতো।”

এর আগে দুপুর সোয়া ২টার পর ট্রাইব্যুনালে পৌঁছে ২টা ৫৫ মিনিটে এজলাসকক্ষে প্রবেশ করেন তিনি। এরপর তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

গত ৯ অক্টোবরও একই মামলায় ১৯ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন আসিফ মাহমুদ। সেদিন দুপুর পৌনে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। তবে শেষ না হওয়ায় প্রসিকিউশনের আবেদনে আজকের দিন ধার্য করা হয়।

পূর্ববর্তী জবানবন্দিতে আসিফ জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি, ৫ আগস্ট চানখাঁরপুলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনা এবং ডিবি পরিচয়ে নিজেকে গুমের প্রচেষ্টার বিস্তারিত তুলে ধরেন। এসব ঘটনার জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের দায়ী করেন।

তথ্যসূত্র: আমার দেশ

এই বিভাগের অন্য খবর

Back to top button