শিবগঞ্জ উপজেলা
দুই জেলার বিভাজক খাড়িয়া নদী
সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ): ছবির জায়গাটি হচ্ছে সেই জায়গা যেটা বগুড়া জেলা এবং জয়পুরহাট জেলার ডিভাইডার। এর এক পাশে বগুড়া জেলা অপর পাশে জয়পুরহাট জেলা।
এই নদীটিকে খাড়িয়া বলা হয়। বর্ষা মৌসুমে খাড়িয়াটিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এক সময় জয়পুরহাট ছিল বগুড়া জেলার একটা ইউনিয়ন। কালের বিবর্তনে সেটা জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ছবিটি বগুড়া জেলার শেষ সীমানা বগুড়া জয়পুরহাট মহাসড়ক এর সাদুরিয়া এলাকা থেকে তোলা