খেলাধুলা
এবার আইপিএল খেলবেনা ক্রিকেট তারকা মালিঙ্গা
এবার ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে আইপিএল। এখনও করোনামুক্ত হয়নি চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাই মাঠে নামতে পারবে কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। টুর্নামেন্টের সূচিও ঘোষণা হয়নি এখনও।
এবার সরে দাঁড়ালেন মালিঙ্গা। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই তিনি এবার খেলতে পারবেন না। এইসময় দেশে নিজের পরিবারের সঙ্গে থাকা অনেক বেশি জরুরি মনে করেছেন তিনি।
মালিঙ্গার বিকল্পও ঘোষণা করেছে মুম্বই। অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন খেলবেন তাঁর জায়গায়। মালিঙ্গা আইপিএল থেকে ১৭০টি উইকেট পেয়েছেন। গতবার দলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাঁর অনেক অবদান ছিল।