সারাদেশ

মিরপুরে কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত বেড়ে ১৬

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফট্যানেন্ট কর্নেল তাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মরদেহগুলো কারখানার গার্মেন্টস অংশে পাওয়া গেছে। টিনশেড ছাদ বন্ধ থাকায় কর্মীরা বের হতে পারেননি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষা ছাড়া তাদের শনাক্ত করা সম্ভব নয়।

তিনি আরও জানান, গার্মেন্টস অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে কেমিক্যাল গোডাউনের আগুন এখনো জ্বলছে। ওই গোডাউনে ৬ থেকে ৭ ধরনের রাসায়নিক থাকায় এলাকা এখনও ঝুঁকিপূর্ণ। সেখানে মরদেহের সন্ধান অব্যাহত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। মুহূর্তেই আগুন পাশের কেমিক্যাল গোডাউনেও ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহায়তায় যোগ দেন পুলিশ, র‍্যাব, বিজিবি সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button