বগুড়া জেলা

বগুড়ার অ্যাডভোকেট বার নির্বাচনে ২ প্যানেলসহ স্বতন্ত্র ৪ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে দুইটি প্যানেলে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এ ছাড়াও পৃথকভাবে একজন সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ স্বতন্ত্রভাবে তিন জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।


বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গওহর আলী বার ভবনে নির্বাচন পরিচালনা কমিটির কাছে তারা এই মনোনয়নপত্র দাখিল করেন।

চলতি বছরের ৫ নভেম্বর পর্যন্ত মনোনয়ন বাতিলের শেষ সময়। আর নভেম্বরের শেষ শুক্রবারে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।


এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট শেখ মো. রেজাউর রহমান (মিন্টু)। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম (১)।


মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়ার সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম শফিক, সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী আজগর, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক প্রমুখ।


একই দিন বাংলাদেশ লয়ার্স কাউন্সিল মনোনীত আরেকটি প্যানেলের প্রার্থীরা মনোয়নপত্র জমা দেন। এই প্যানেলে সভাপতি পদে রয়েছেন কাউন্সিলের বগুড়া সভাপতি অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট মো. সিরাজুল হক।


মনোনয়ন পত্র জমাদানের সময় কাউন্সিলের সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাচনে যুগ্ম সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ছাড়া এবারের নির্বাচনে স্বতন্ত্রভাবে ৩টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, সহ- সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. লিমন সরকার, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. মোস্তফা কামাল প্রিন্স, যুগ্ম সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল ফারুক (ফাহিম শাহরিয়ার)।


একই রকম পৃথকভাবে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন অ্যাডভোকেট মো. আহসান হাবিব সরকার ময়না।


মনোয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট পলাশ খন্দকার জানান, দুইটি প্যানেল, একটি পৃথক সভাপতি এবং স্বতন্ত্র ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button