বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা

রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের বগুড়ার পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তার বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পিনাকী ভট্টাচার্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি জানান।

এতে তিনি লিখেছেন— “আমার বগুড়ার বাসার সামনের দরজায় রাত দুইটায় দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। বলুন তো, বগুড়ার শহরে আমার বাসায় আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগও এমন দুঃসাহস করেনি। আমার বাসায় বৃদ্ধা মা থাকেন, সেই বোধটুকুও এদের নেই।এরা রাজনীতি করতে এসেছে। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা চাইছি এবং এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাতের আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্তরা ধরা পড়বেই। কেউ আমাকে ভয় দেখাতে পারবে না। আমার কণ্ঠস্বর থামবে না — ইনকিলাব জিন্দাবাদ।”

ওই পোস্টে পিনাকী সিসি ক্যামেরার একটি ফুটেজ শেয়ার করেন। এতে দেখা যায়, দুইজন মুখোশধারী ব্যক্তি বাড়ির প্রধান দরজায় আগুন লাগিয়ে পালিয়ে যায়।

তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এসব বিষয়ে নিশ্চিত করে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দেননি। তবে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। কারা বা কী উদ্দেশ্যে এই হামলার চেষ্টা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button