বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় শুরু হয়েছে উচ্ছেদ অভিযান

বগুড়ায় আজ (বৃহস্পতিবার) সকাল থেকে শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে।

অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা ফলের দোকান, পান ও জুতার দোকানসহ খাবারের স্টল উচ্ছেদ করা হয়েছে।

বগুড়া প্রেসক্লাব সংলগ্ন সপ্তপদী মার্কেটে অভিযান চলাকালে পুলিশ পরিদর্শক শহিদুল হক জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে জেলার সব রাস্তা ও ঘাট অবৈধ দখলমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, “জেলা প্রশাসকের নির্দেশক্রমেই আমরা আজ থেকে মাঠে নেমেছি। যানজট নিরসনে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।”

পুলিশ পরিদর্শক শহিদুল হক জানান, এখন থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ সদস্যরা পুরো শহরে টহল জোরদার করবে যানজট নিরসনে।

সূত্র: বাসস

এই বিভাগের অন্য খবর

Back to top button