
হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতমাথায় সাংবাদিকদের প্রতিবাদ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) বেলা ১১টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বগুড়া টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনের সঞ্চালনা করেন এখন টিভির ব্যুরো প্রধান মাজেদুর রহমান।
বক্তব্য রাখেন আমারদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার সবুর শাহ লোটাস। তিনি বলেন, “হোসাইন জিয়াদের ওপর হামলা মানে শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, এটি গোটা সাংবাদিক সমাজের ওপর আঘাত। সরকার আসে যায়, কিন্তু সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার আজও হয় না।”
এখন টিভির সিনিয়র রিপোর্টার রাজিব সেলিম বলেন, পাহাড় থেকে শুরু করে সমতল পর্যন্ত- সব জায়গায় সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে। কিন্তু কোনো ঘটনারই বিচার হয় না। এ কারণেই এ ধরনের হামলা বেড়েই চলেছে।
বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
তবে মানববন্ধনের পর বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে জানান, সংগঠনের সিদ্ধান্ত ছাড়াই কে বা কারা ‘বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ নামে মানববন্ধনের আয়োজন করেছে। ঐ কর্মসূচির সঙ্গে সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি জড়িত নয়।
বিবৃতিতে আরও বলা হয়, “সংগঠনের অনুমতি ছাড়া কেউ এ ধরনের কর্মসূচিতে অংশ নিলে গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
গত সপ্তাহে চট্টগ্রামের সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহের সময় এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক সমাজে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।



