বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় একই এলাকায় পৃথক ঘটনায় একজন খুন, অপরজন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের সেউজগাড়ীতে হাবিবুর রহমান খোকন (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার অন্তত দু ঘণ্টা আগে একই এলাকায় শামসুজ্জোহা পাভেল নামে আরেক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সোমবার সন্ধ্যার পর সেউজগাড়ী পাল পাড়ায় পৃথক এই ঘটনা ঘটে।

খোকন বগুড়ার মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। আর পাভেল সেউজগাড়ীর বাসিন্দা এবং আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে সেউজগাড়ী এলাকা দিয়ে খোকন ও বাধন দু‌টি মোটর সাইকেল যোগে যা‌চ্ছি‌লেন। প‌থিম‌ধ্যে পালপাড়া ইসকন ম‌ন্দি‌রের সাম‌নে তা‌দের মোটর সাইকেল পৌঁছ‌ালে দুর্বৃত্তরা ধারা‌লো অস্ত্রসহ তা‌দেরকে ধাওয়া ক‌রে। মোটর সাইকেল চলন্ত থাকা অবস্থায় তা‌দেরকে পেছন থে‌কে দা দি‌য়ে চোট দিলে তারা মোটর সাইকেল থে‌কে প‌রে যায়। এ সময় দুর্বৃত্তরা খোক‌নের মাথা, চোয়ালসহ বি‌ভিন্ন শরী‌রে‌ বি‌ভিন্ন জায়গায় কোপায় দুর্বৃত্তরা।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খোকনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে ২টি মোটরসাইকেল পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এর আগে সন্ধ্যা সোয়া ৫ টার দিকে সেউজগাড়ী পালপাড়া মোড়ে একটি ওষুধের দোকানে পাভেল গল্প করছিল। এ সময় একদল দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে পাভেলের মাথায় আঘাত করে। এ সময় ওই ওষুধের দোকান ভাঙচুর ও লুটপাট করে তারা।


স্থানীয়রা জানান, দুপুরে যুবদলের সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার সময় ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সবুজের সঙ্গে পাভেলের কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পাভেলের ওপর হামলার ঘটনা ঘটে। পাভেলকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button