খেলাধুলা

সাকিবের মতো খুনি, চোর, ডাকাত ক্রিকেটার ১০০ বছরেও আসবে না: প্রেস সচিব

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। ওই সময় থেকে প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে রয়েছেন আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত ক্রিকেটার সাকিব আল হাসান। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, সাকিবের মতো ‘অপরাধী’ ক্রিকেটার ১০০ বছরেও আর জন্মাবে না।

অন্যদিকে, গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে তিনি সাকিবের প্রশংসা করে বলেন, ‘সাকিবের ব্যক্তিত্ব ও ব্যক্তিগত বিষয়গুলো তার নিজস্ব ব্যাপার। ভালো-মন্দ নির্ধারণের জন্য আদালত ও সমাজ আছে। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে তার মতো একজন সাকিব আমরা পাব কি না, জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।’

আসিফের মন্তব্যের জবাবে প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে লেখেন, ‘কথা সত্য। আগামী ১০০ বছরেও এমন খুনি-পূজারী, চোর-চোট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না।’

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button