বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বৃটিশ শাসনামলে প্রতিষ্ঠিত বালাকৈগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন

আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বগুড়া সদর উপজেলার বালাকৈগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন।

বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালাকৈগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসব আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উদ্বোধন ও আলোচনা সভা

জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং বিদ্যালয়ের কৃতি সন্তান মোঃ শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল ওয়াদুদ তাং, আর স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রাক্তন ছাত্র মামুনুর রশিদ।

স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাফিনুর রহমান বিপুল, মোঃ আল আমিন আকন্দ, প্রভাষক ফেরদাউস আলম, মাহফুজার রহমান মাফু ও নূর ইসলাম সাকিব।

অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মৌলভী মোঃ মোবারক আলী প্রাং।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক সুমন (ডিজিএম, বিটিসিএল) ও ডা. নাঈম হাসান (ডেন্টাল সার্জন)।

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী, এমদাদুল হক ও রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কাফি এবং প্রভাষক ফেরদাউস আলম।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র

দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। শতবর্ষপূর্তির এই আয়োজনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় নবীন-প্রবীণের মিলনমেলায়, যেখানে প্রাক্তন শিক্ষার্থীদের মুখে স্মৃতিচারণ আর আনন্দধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ঐতিহাসিক প্রেক্ষাপট

বৃটিশ শাসনামলে অজপাড়াগাঁয়ের প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশে প্রতিষ্ঠিত বালাকৈগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় আজও শিক্ষা ও মানবিকতার আলো ছড়াচ্ছে গ্রামীণ সমাজে। শতবর্ষ পেরিয়ে বিদ্যালয়টি হয়ে উঠেছে এলাকার গর্ব ও ঐতিহ্যের প্রতীক।

এই বিভাগের অন্য খবর

Back to top button