বগুড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ২দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন

গত বুধবার বগুড়া শহরের একটি হোটেলে নেতৃত্ব বিষয়ক দু দিন ব্যাপি এক প্রশিক্ষন কর্মশালায় আয়োজন করা হয়।
ফোরাম অব অ্যাগ্রো মেশিনারী ম্যানুফাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জোন (ফামপজ) বগুড়া’র আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ২দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠান (ফামপজ) সভাপতি গোলাম আজম টিকুলের সভাপতিত্বে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যে ফামপজ সভাপতি গোলাম আযম টিকুল বলেন, কৃষিযন্ত্রপাতি উৎপাদন ও বিপননে বগুড়া সারা দেশের কাছে মডেল স্বরুপ। তাই বর্তমান সরকারের সহযোগিতা ও পৃষ্ঠ পোষকতায় বগুড়ায় এই শিল্পের প্রসারে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি প্রয়োজন।
এ ক্ষেত্রে ২দিন ব্যাপী এই কর্মশালা তরুন উদ্যোক্তাদের মধ্য হতে নেতৃত্ব সৃষ্টিতে অপরিসীম ভূমিকা রাখবে ইনশাল্লাহ। কর্মশালা সঞ্চালন করেন ফামপজ এর যুুগ্ম সম্পাদক মীর আখতার আলী সাগর। কর্মশালায় নারী ও পুরুষ মিলে মোট ৩০ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশগ্রহন করছে। গত বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে অংশ গ্রহন কারীদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষনের সমাপ্তি ঘটে।



